Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের মাধ্যমে বগুড়া জেলার সকল উপজেলা ও শহর এলাকায় লক্ষ্যভুক্ত দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামজিক উন্নয়ন ও তাদের পরিবার ভিত্তিক দারিদ্র্য বিমোচনে বিশেষ ভুমিকা রাখছে। এ কর্মসূচির মাধ্যমে দগ্ধ ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করাসহ দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাদের দক্ষতাভিত্তিক অথবা ব্যক্তি যে কাজে অভিজ্ঞ ও পারদর্শী সে কাজের জন্য তাকে অথবা তার পরিবারকে ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করাই এ কর্মসূচির উদ্দেশ্য।

 

সেবা:

 

১। ক্ষুদ্রঋণ : দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১,০০,০০০.০০ টাকার ঊর্ধ্বে নয়, তাদেরকে ৫,০০০ টাকা থেকে ৩০,০০০.০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হয়ে থাকে। ঋণ গ্রহণের পর ৫% সার্ভিসচার্জসহ সমান ২০ কিস্তিতে পরিশোধ করতে হয়।

 

২। চিকিৎসা সহায়তা : দগ্ধ দরিদ্র ব্যক্তিকে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ সর্বোচ্চ ২০,০০০.০০ টাকা পর্যন্ত অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে।

 

সেবা গ্রহীতা:

 

নিম্ন আয়ের দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় ১,০০,০০০.০০ টাকার ঊর্ধ্বে নয়।

 

সেবাদান কেন্দ্র:

 

বগুড়া জেলাধীন ১২ টি উপজেলা সমাজসেবা কার্যালয় ও ০১ টি শহর সমাজসেবা কার্যালয়

 

কার্যাবলি:

 

দগ্ধ ও প্রতিবন্ধী জরিপ;

প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভূক্তি

বৃত্তিমূলক/সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন

স্কীমসহ নির্ধারিত ফর্মে আবেদন

স্কীম এর সম্ভব্যতা যাচাই

উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচন;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;

 

নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র:

 

সুবিধাভোগী কর্তৃক ঋণ প্রাপ্তির পর তৃতীয় মাস হতে সমান ২০ কিস্তিতে অথবা স্কীম ভেদে ১, ২ বা ৩ কিস্তিতে ঋণের অর্থ শতকরা ৫ ভাগ সার্ভিসচার্জসহ ফেরত দেয়া;

দলীয় সদস্য কর্তৃক নিয়মিত নির্ধারিত হারে সঞ্চয় করা;

কার্যক্রমের মাধ্যমে সদস্যদের যে সকল বিষয়ে সচেতন করা হয় তা মেনে চলা;

কোন সুবিধাভোগী প্রাপ্ত ঋণের অর্থ নিয়মমত পরিশোধ না করলে তা আদায়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা;

সঠিক গ্রাম/মহল্লা ও উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনে কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ ও সহযোগিতা;

ঋণ প্রদানে কোন অসচ্ছতা পরিলক্ষিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অবহিত করা।

 

সেবা প্রদানের সময়সীমা:

 

কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনের পর সর্বোচ্চ ১৫ কর্ম দিবস।

 

সেবা পাওয়ার জন্য যার সাথে যোগাযোগ করতে হবে:

 

উপজেলা সমাজসেবা অফিসার, সংশ্লিষ্ট উপজেলা;

সমাজসেবা অফিসার,শহর সমাজসেবা কার্যালয়, এম.এস ক্লাব মাঠ,বগুড়া

 

 

এক নজরে বগুড়া জেলার দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ

 

ক্রমঃ

উপজেলা/ ইউনিটের নাম

সমাজসেবা অধিদফতর হতে ঘূর্ণায়মান হিসেবে

দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

প্রাপ্ত তহবিল

স্কীম সংখ্যা

গাবতলী

১৭৮৪৩৩৭

১০৮

শিবগঞ্জ

১৬৭৮৮৩৭

১৫৪

সোনাতলা

১৭০৯৩৩৭

১৪৮

দুপচাঁচিয়া

১৭৪৯৩৩৭

১৫০

বগুড়া সদর

১৮০৫৫৩৭

২২২

শেরপুর

১৬৪৬৮৩৭

১৪৮

নন্দীগ্রাম

১৬৭৩৫০০

১৪২

কাহালু

১৬৯৩৫৮৭

১৮৭

শাজাহানপুর ১৪১১৫৮৭ ১৩২
১০ ধুনট ১৭৯৫৩৩৭ ২০৮
১১ অদিমদিঘী ১৭৭৪৩৩৭ ১৫১
১২ সারিয়াকান্দি ১৮০৩৫৩৭ ১৪৪

শহর সমাজসেবা

১৭২০৫৩৭

১৫৫

 

মোটঃ-

২২২৪৬৪৪

২০৪৯

 

 

ক্রমঃ

উপজেলা/ ইউনিটের নাম

ক্রমপুঞ্জিত পুনঃ বিনিয়োগ

দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

ক্রমপুঞ্জিত পুনঃ বিনিয়োগ 

স্কীম সংখ্যা

গাবতলী

৪০৬৭০৫০

১৩৭

শিবগঞ্জ

১৪৭৯২৬৫

১২৭

সোনাতলা

৮০৬৮০০

৭০

দুপচাচিয়া

২৪৭০০০

৭০

বগুড়া সদর

১৭৪৯০০০

১৫৭

শেরপুর

৩০২৬২০০

১৪০

নন্দীগ্রাম

১৬৩১৬০০

১০০

কাহালু

১৮০৩২৮৭

১১৭

শাজাহানপুর ১১৪৭৭৬২ ৮৮
১০ ধুনট ২৫৮৫০০০ ১৭৮
১১ আদমদিঘী ১৪৬৮০০০ ২০২
১২ সারিয়াকান্দি ৩৪৩৪৪০০ ১৪৪

শহর সমাজসেবা

৩৩৬৩১৮৭

১৮৩

 

মোটঃ-

২৮৫৫৭৪৫১

১৭১৩

 

  • ঋণের পরিমাণ পরিবার ভিত্তিক ১০,০০০/- থেকে ৩০,০০০/- টাকা পর্যন্ত

 

আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি:

 

সমাজসেবা অধিদফতর ২০০১ থেকে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পল্লী এলাকার দরিদ্র ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল পরিবারকে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদান করে পুনর্বাসন করাই এ কর্মসূচির উদ্দেশ্য। চাঁদপুর জেলার সদর ও হাইমচর ২ টি উপজেলায় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

 

এক নজরে বগুড়া জেলার আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি:

 

মূল বিনিয়োগঃ

নং

উপজেলার নাম

আবাসন প্রকল্পের নাম

ব্যারাক সংখ্যা

মোট বিতরণকৃত অর্থের পরিমান

ঋণ গ্রহীতার সংখ্যা

আদায়কৃত অর্থের পরিমাণ

আদায়ের হার

মন্তব্য

পুরুষ

মহিলা

মোট

১০

১১

বগুড়া সদর

১।বগুড়া সদর,চাদমুহা সরলপুর

 

০৪

৪০০০০০

৩১

৩৩

৬৪

৪৩২০০০

১০০%

 

 

মোট

০৪

৪০০০০০

 

৩১

৩৩

৬৪

৪৩২০০০

১০০%

 

 

ক্রমপুঞ্জিত পুনঃ বিনিয়োগঃ

নং

উপজেলার নাম

আবাসন প্রকল্পের নাম

ব্যারাক সংখ্যা

মোট বিতরণকৃত অর্থের পরিমান

ঋণ গ্রহিতার সংখ্যা

আদায়কৃত অর্থের পরিমাণ

আদায়ের হার

ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরতকৃত টাকার পরিমাণ

পুরুষ

মহিলা

মোট

১০

১১

বগুড়া সদর

১।বগুড়া সদর,চাদমুহা সরলপুর

 

০৪

৭২৪০০০

৩১

৩৩

৬৪

৫১৫৭১৫

৬০%

৬২৯৫৭

 

মোট

০৪

৭২৪০০০

৩১

৩৩

৬৪

৫১৫৭১৫

৬০%